যে ফুলের আদল পাওয়া যায় শুধুমাত্র লক্ষ লক্ষ তারার মধ্যে, তাকে যদি কেউ ভালবাসে, তারাদের দিকে চেয়ে চেয়েই তার সুখ। নিজেকে সে বোঝায়, 'ঐখানে কোথাও না কোথাও আছে আমার ফুল...' কিন্তু সেই ফুলটাকে যদি ভেড়া খেয়ে ফেলে তাহলে তো তার কাছে নিভে যায় সব তারার আলো। এটা কি গুরুগম্ভীর বিষয় নয়?
Autor: Antoine de Saint-Exupéry