পোষ মানার অর্থ কী?'
'ওটা একটা ভুলে যাওয়া জিনিস', উত্তর দেয় শেয়াল,'ওর অর্থ হল গিয়ে সম্পর্ক তৈরি করা...'
'সম্পর্ক তৈরি করা?'
'অবশ্যই,' বললে শেয়াল। 'তুমি এখনো পর্যন্ত আমার কাছে শুধুমাত্র ছোট্ট একটি ছেলের মত। তোমাকে আমার দরকার নেই, আমাকেও তোমার দরকার নেই। তোমার কাছে আমি একটা শেয়াল মাত্র, হুবহু আর লাখখানেক শেয়ালের মত। কিন্তু তুমি যদি আমাকে পোষ তাহলে আমাদের দু'জনেরই দু'জনকে দরকার হবে। পৃথিবীতে আমি হব তোমার কাছে অনন্য, তুমি হবে আমার কাছে অনন্য...'।
'ও এই ব্যাপার। এখন আমি একটু একটু বুঝতে শুরু করেছি', বলে খুদে রাজকুমার,'জানো, একটা ফুল আছে, আমার ধারণা, সে আমাকে পুষেছে...'।
Autor: Antoine de Saint-Exupéry