আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে
নদীর পারে নারিকেলের বনে,
দেবালয়ের বিজন আঙিনাতে
পড়বে আলো গাছের ছায়া-সনে ।
দখিন-হাওয়া উঠবে হঠাত্ বেগে,
আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে-
বাঁধা তরী টেউয়ের দোলা লেগে
ঘাটের পরে মরবে মাথা কুটে ।
জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে,
থমথমিয়ে আসবে যখন জল,
বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে,
চন্দ্র যখন নামবে অস্তাচল,
শিথিল তনু তোমার ছোঁওয়া ঘুমে
চরণতলে পড়বে লুটে তবে ।
বসে আছি শয়ন পাতি ভূমে,
তোমার এবার সময় হবে কবে ?
Autor: Rabindranath Tagore