ফিরবেনা তা জানি , তা জানি
আহা তবু তোমার পথচেয়ে জ্বলুক প্রদীপখানি
কোথায় তুমি পথভোলা
তবু থাকনা আমার দুয়ার খোলা ..
ফিরবেনা তা জানি , তা জানি ...
Author: Rabindranath Tagore