কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে
কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে
ঝরাবে না শিশির।
ওদের দিকে তাকিয়ে তুমি 'আসি' বোলে
আর কোনদিন আসবে না ।
Autore: Rudra Muhammad Shahidullah