ফিরে ফিরে ডাক্‌ দেখি রে পরান খুলে, ডাক্‌ ডাক্‌ ডাক্‌ ফিরে ফিরে ।
দেখব কেমন রয় সে ভুলে ।।
সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শুধাক জনে জনে,
সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে ।।
সাঁঝ-সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে
একলা ব'সে ডাক্‌ দেখি তায় মনে মনে ।
নয়ন তোরই ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে,
থাক্‌-না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ।।

Autore: Rabindranath Tagore

ফিরে ফিরে ডাক্‌ দেখি রে পরান খুলে, ডাক্‌ ডাক্‌ ডাক্‌ ফিরে ফিরে ।<br />দেখব কেমন রয় সে ভুলে ।।<br />সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শুধাক জনে জনে,<br />সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে ।।<br />সাঁঝ-সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে<br />একলা ব'সে ডাক্‌ দেখি তায় মনে মনে ।<br />নয়ন তোরই ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে,<br />থাক্‌-না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ।। - Rabindranath Tagore


©gutesprueche.com

Data privacy

Imprint
Contact
Wir benutzen Cookies

Diese Website verwendet Cookies, um Ihnen die bestmögliche Funktionalität bieten zu können.

OK Ich lehne Cookies ab