ফিরবেনা তা জানি , তা জানি
আহা তবু তোমার পথচেয়ে জ্বলুক প্রদীপখানি
কোথায় তুমি পথভোলা
তবু থাকনা আমার দুয়ার খোলা ..
ফিরবেনা তা জানি , তা জানি ...
Mots clés song-lyrics
সে যখন বিদায় নিয়ে গেল,
তখন নবমীর চাঁদ অস্তাচলে যায়
গভীর রাতি নিঝুম চারি দিক,
আকাশেতে তারা অনিমিখ,
ধরণী নীরবে ঘুমায় ।
হাত দুটি তার ধরে দুই হাতে
মুখের পানে চেয়ে সে রহিল ,
কাননে বকুল তরুতলে
একটিও সে কথা না কহিল ।
অধরে প্রাণের মলিন ছায়া ,
চোখের জলে মলিন চাঁদের আলো ,
যাবার বেলা দুটি কথা বলে
বনপথ দিয়ে সে চলে গেল ।
Mots clés love separation poetry-quotes
The echo mocks her origin to prove she is the original.
Rabindranath TagoreAlas, why are my nights all thus lost? Ah, why do I ever miss his
sight whose breath touches my sleep?
Mots clés love
I am only waiting for love to give myself up at last into his hands.
That is why it is so late and why I have been guilty of such omissions.
They come with their laws and their codes to bind me fast; but I
evade them ever, for I am only waiting for love to give myself up at
last into his hands.
People blame me and call me heedless; I doubt not they are right
in their blame.
The market day is over and work is all done for the busy. Those
who came to call me in vain have gone back in anger. I am only
waiting for love to give myself up at last into his hands.
Mots clés love
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশ-সম,নাই যে ঘুম নয়নে মম--
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে,গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
Mots clés song-lyrics waiting-for-you
ফিরে ফিরে ডাক্ দেখি রে পরান খুলে, ডাক্ ডাক্ ডাক্ ফিরে ফিরে ।
দেখব কেমন রয় সে ভুলে ।।
সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শুধাক জনে জনে,
সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে ।।
সাঁঝ-সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে
একলা ব'সে ডাক্ দেখি তায় মনে মনে ।
নয়ন তোরই ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে,
থাক্-না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ।।
Mots clés song-lyrics
কোথা হতে বাজে প্রেমবেদনা রে !
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম।।
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ।
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে--
ডাকো আকুল স্বরে 'এসো হে প্রিয়তম'।।
Mots clés song-lyrics
স্বপন যদি ভাঙ্গিলে, রজনী প্রভাতে
পূর্ণ কর হিয়া, মঙ্গল কিরণে
Mots clés song-lyrics
পথের পানে চেয়ে ছিল,পথের পানেই চেয়ে আছে,
পলক নাহি তিলেক কালের তরে।
গেল রে কে চলে গেল,ধীরে ধীরে চলে গেল,
কী কথা সে বলে গেল হায়,
অতি দূর অশথের ছায়ে মিশায়ে কে গেল রে,
রমণী দাঁড়ায়ে জোছনায়।
সীমাহীন জগতের মাঝে আশা তার হারায়ে গেল,
আজি এই গভীরে নিশীথে
শূন্য অন্ধকারখানি মলিন মুখশ্রী নিয়ে
দাঁড়িয়ে রহিল একভিতে।
Mots clés poetry
« ; premier précédent
Page 18 de 22.
suivant dernier » ;
Data privacy
Imprint
Contact
Diese Website verwendet Cookies, um Ihnen die bestmögliche Funktionalität bieten zu können.